চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল ফিলিপিন্সে

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৫৬ অপরাহ্ণ

ফিলিপিন্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত এ মহামারীতে একহাজার ২১ জনের মৃত্যু হয়েছে বলে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে।

এবার ডেঙ্গুতে মৃত এক হাজার ২১ জনের মধ্যে প্রায় শতাংশই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে বলে জানিয়েছেন ফিলিপিন্স স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো ।

তিনি জানান, সামনের মাসগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ, এবছর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।

দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যা ২০১৮ সালের একই সময়ে ছিল এক লাখ ১৯ হাজার ২২৪ ।

গতবছর একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে গত ৬ আগস্ট ডেঙ্গুকে দেশজুড়ে ‘মহামারি’ ঘোষণা করে ফিলিপিন্স সরকার।

বিশ্বজুড়ে প্রতি বছর ৪০ লাখের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তাদের বেশিরভাগই ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় দেশগুলোর বাসিন্দা।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন