চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্কুলছাত্রের কাঁচা হাতের নকশাই অফিশিয়াল লোগো হলো!

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

ফ্লোরিডার খুদে এক স্কুল শিক্ষার্থী ইউনিভার্সিটি অব টেনেসির স্বেচ্ছাসেবী ক্লাব বলতে পাগল! ওই স্বেচ্ছাসেবীদের কমলা রঙের টি-শার্ট, ক্যাপসহ পোশাকপরিচ্ছদে তার দারুণ আগ্রহ।

তাই স্কুলের ‘কলেজ কালারস ডে’ অনুষ্ঠানে ওই রকম স্বেচ্ছাসেবী সেজে সে হাজির হতে চায়। তবে ইউনিভার্সিটি অব টেনেসির লোগোযুক্ত কোনো পোশাক তার ছিল না। তাই নিজেই সাদা কাগজের একটি টুকরোর ওপর কাঁচা হাতে ‘ইউ টি’ লিখে লোগো বানায় ছোট্ট ছেলেটি। পিন দিয়ে তা আটকে নেয় কমলা রঙের টি-শার্টে। স্কুলে যাওয়ার পর সহপাঠীদের হাসিঠাট্টা শুরু হয়। তবে বিদ্রূপকারীদের ওই আচরণ শাপে বর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ভাইরালের এ যুগে একান-ওকান হয়ে তা পৌঁছে যায় ইউনিভার্সিটি অব টেনেসি কর্তৃপক্ষের কাছে। নাটকীয়ভাবে তারা স্কুলছাত্রের সেই নকশাকে তাদের অফিশিয়াল টি-শার্টের লোগো বানিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, দারুণ কাটতি সৃষ্টি হয়েছে এটার।

[ছবি : ‘ইউনিভার্সিটি অব টেনেসি’র সেই অফিশিয়াল টি-শার্ট। ইনসেটে স্কুলছাত্রের নিজের সেই নকশা]

শেয়ার করুন