চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাশিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন ছড়িয়েছে গুগল, ফেইসবুক

আন্তর্জাতিক ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:৫৩ অপরাহ্ণ

রাশিয়ার যোগাযোগ নজরদারি প্রতিষ্ঠান রশকমনাদজর’র দাবি, রাশিয়ান আঞ্চলিক নির্বাচন চলাকালীন গুগল ও ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদন দিয়েছে। রাশিয়ান আইন অনুযায়ী রবিবারের নির্বাচন এবং এর পরের কয়েক দিন ফেসবুক এবং গুগলকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করা হয়েছিল।

এ ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও প্রতিষ্ঠান দু’টি এমনটা করেছে বলে জানানো হয়েছে।

রশকমনাদজর সাইটে বলা হয়, এ ধরনের পদক্ষেপ রাশিয়ান সার্বভৌমত্বের জন্য বাধা এবং রাশিয়ান ফেডারেশনে গণতান্ত্রিক নির্বাচনী নীতিমালার জন্য ক্ষতিকর।”

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে গুগল, ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠান দু’টি।
রবিবার (৮ সেপ্টেম্বর) মস্কোসহ বিভিন্ন অঞ্চলে নির্বাচন আয়োজন করে রাশিয়া। আগের কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার রাজধানীতে বিরোধী দলের প্রতিবাদের পরও অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

পূর্বকোণ/আফছার

শেয়ার করুন