৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:১২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
গোলা বারুদ বা মর্টার হানা নয়, মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মির। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎস জম্মু-কাশ্মির ও হিমাচল প্রদেশের সীমানায় ছাম্বা এলাকায় বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.০। কম্পনের জেরে আশপাশের একাধিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জম্মু-কাশ্মির পুলিশের এএসপি মুমতাজ আহমেদ জানিয়েছেন, কোনো ক্ষতি হয়নি।
চন্দ্রভাগা (চেনাব) উপকূলবর্তী এলাকাগুলিতেই কম্পন মাত্রা বেশি ছিল বলে জানা গেছে। শুধু ভারতেই নয় কম্পন অনুভূত হয় ইসলামাবাদসহ পাকিস্তানের এলাকাতেও। তবে কোনো ক্ষেত্রেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পূর্বকোণ/ময়মী
The Post Viewed By: 293 People