চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদের বুকেই আছড়ে পড়েছে ভারতীয় চন্দ্রযান

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : খোঁজ মিলেছে ইসরো থেকে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো ল্যান্ডার বিক্রমের। তবে এখনও বেতার সংযোগ করা সম্ভব হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর থেকে জানা গেছে, রবিবার দুপুরে অরবিটারের পাঠানো ছবি মারফত হারিয়ে যাওয়া বিক্রমের খোঁজ পাওয়া যায়। ইসরো থেকে জানানো হয়েছে, সংযোগ স্থাপনের সবরকম চেষ্টা চলছে। ইসরো তরফে শনিবার জানানো হয়েছিল, চন্দ্রযান মিশনের প্রদীপ এখনও জ্বলছে। দূরদর্শনকে দেওয়া ইসরো চেয়ারম্যান কে শিভান জানিয়েছিলেন আগামী দু’সপ্তাহের মধ্যে হারিয়ে যাওয়া ল্যান্ডারকে খুঁজে বার করা চেষ্টা করা হবে। কিন্তু দু’সপ্তাহ নয়, ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যেই খোঁজ মিলল বিক্রমের। অরবিটারের থার্মালের মাধ্যমে পাওয়া গেছে ল্যান্ডারের ছবি। যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট