চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হংকংয়ের বিমানবন্দর অবরোধ করতে চাইছে বিক্ষোভকারীরা

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পুলিশের সঙ্গে শুক্রবার রাতভর সংঘর্ষের পর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর অবরুদ্ধ করার পরিকল্পনা করছে হংকংয়ের বিক্ষোভকারীরা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাতে কালো পোশাক ও মুখোশ পরিহিত শতাধিকি বিক্ষোভকারী কৌলুন এলাকার মেট্রো স্টেশনে হামলা চালায়। তারা নির্দেশনামূলক চিহ্ন, ঘূর্ণায়মান দরজা ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতি বিক্ষোভকারীদের এই কর্মকা-ের সমালোচনা করে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত গর্হিত আচরণ।’

এদিকে বিক্ষোভকারীদের হংকং আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করার ঘোষণার পর কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল বিমানের টিকেট থাকা যাত্রীরা বিমানবন্দরমুখী ট্রেনে যাতায়াত করতে পারবেন। যাত্রাপথে ট্রেনে কোথাও থামবে না। এছাড়া বিমানবন্দরমুখী বাসসেবার ক্ষেত্রেও একই ধরণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত সপ্তাহে বিক্ষোভকারীরা বিমানবন্দরমুখী সড়ক অবরোধ করে রেখেছিল। এছাড়া তারা রেললাইনের ওপর আবর্জনা ছুঁড়েছিল এবং একটি স্টেশনে ভাঙচুর চালিয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট