৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক : চাঁদের বুকে নামার অন্তিম মুহূর্তে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান-২। সব ঠিক থাকলে শুক্রবার রাত ১টা থেকেই অবতরণ শুরু হবে। এই শেষের কয়েক ঘণ্টায় উদ্বেগের প্রহর গুনছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।
এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে নামবে কোনও যান। এখন পর্যন্ত কেউ চাঁদের এ অংশে পা রাখেনি। ভারত করতে চলেছে সে কাজটিই। তাই ঐতিহসিক এ মুহূর্তটি নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ সবকিছু শেষ পর্যন্ত ঠিকঠাক হবে কিনা তা নিয়ে। কোথাও কোনো ছোট ভুলও ডেকে আনতে পারে বড় বিপর্যয়- এমন কথাই জানিয়েছেন ইসরো প্রধান ড. কে শিবন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ২২ জুলাই সকালে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-২। শুক্রবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে ‘টাচ ডাউন’। আর শনিবার সকাল ৬ টা নাগাদ ল্যান্ডারের ভেতর থেকে বেরোনোর কথা রোভার প্রজ্ঞানের।
The Post Viewed By: 199 People