চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাঝ আকাশে সংঘর্ষ দুই যুদ্ধবিমানের

আন্তর্জাতিক ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৪১ অপরাহ্ণ

রাশিয়ায় মাঝ আকাশে দুই সুখোই-৩৪ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির লিপেটস্ক শহরে ঘটে যওিয়া এ ঘটনায় কোনোরকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির লিপেটস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণে ছিল। পাইলটদের ভুলের কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

এ ঘটনা পরীক্ষার জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। যাতে প্রতিটি ক্রুর দায়বদ্ধতার সীমা নির্ধারণ করা যায়। দুর্ঘটনার পরে কোনোরকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।

তবে সুখোই-এর দুর্ঘটনা এই প্রথমবার নয়। এর আগে রাশিয়ার ভোরোনেজ এলাকায় ২০১৫ সালে ভেঙে পড়ে গেয়টি সুখোই সু-৩৪ বম্বার।

সুখোই রাশিয়ার তৈরি একটি বম্বার। এতে থাকে দুটি ইঞ্জিন ও দুটি সিট। এটি মূলত সুপারসনক মিডিয়াম রেঞ্জ ফাইটার। সিরিয়ার গৃহযুদ্ধেও রাশিয়ার এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন