চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

৩০০ কোটি ডলারে মার্কিন টহল বিমান কিনছে ভারত

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

নৌবাহিনীর নজরদারি সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্টের কাছ থেকে দশটি বোয়িং টহল বিমান কিনতে যাচ্ছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তিনশো কোটি মার্কিন ডলার মূল্যের এই ক্রয়ের অনুমোদন দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী যখন দুদিনের রাশিয়া সফরে গিয়ে রুশ-ভারত সামরিক সম্পর্ক আরও বৃদ্ধির ঘোষণা দিয়েছেন, এমন সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে টহল বিমান কেনার এই খবর জানালো রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ। খবরে বলা হয়েছে, এই বিমানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং থেকে কেনা হলেও আনুষাঙ্গিক অস্ত্র, রাডার এবং অন্যান্য যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্রের  বৈদেশিক সামরিক বিক্রয় কর্মসূচির (এফএমএস) অধীনে উৎপাদন করা হবে। স্পুটনিক নিউজ জানিয়েছে, চলতি বছরের জুনে এই ক্রয়ের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন