চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রেকর্ড ৯০ হাজার ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ভারতীয় শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। গত জুন, জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ৯০ হাজার শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন মিশনের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

এক্স পোস্টে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে বিশ্বজুড়ে মার্কিন মিশনগুলো যত শিক্ষার্থীকে ভিসা দিয়েছে, তার চার ভাগের এক ভাগই ভারতীয় শিক্ষার্থী। এ জন্য ভারতীয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মার্কিন মিশনের পক্ষ থেকে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার লক্ষ্যকে যাঁরা বাস্তবে পরিণত করেছেন, তাদের অভিনন্দন ও শুভকামনা।’

 

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমের আবেদন গ্রহণের সমাপ্তি টেনে মার্কিন মিশন ভিসা পাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা প্রকাশ করেছে।

 

ওই পোস্টে আরও বলা হয়, ‘টিমওয়ার্ক ও উদ্ভাবনের মাধ্যমে যোগ্য সব আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছি।’

 

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন চীনা শিক্ষার্থীরা। ২০২২ সালে সংখ্যার দিক দিয়ে চীনাদের ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। ইতিপূর্বে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৭ হাজার শিক্ষার্থী অবস্থান করছিলেন।

 

সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারত থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর বৃত্তি ছাড়াও ভর্তি প্রক্রিয়া সহজ করার ফলেই তাঁদের সংখ্যা বেড়েছে।

 

ইতিপূর্বে ফ্রান্সও ভারত থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেছিল। দেশটি ২০৩০ সালের মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শিক্ষাগত উৎকর্ষতা, সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বাড়ানোর মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন