চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অবশেষে সিরিয়াতেই পৌঁছাল ইরানি ট্যাংকার

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্ব রাজনীতিতে অনেক ঘটনার জন্ম দিয়ে অবশেষে সিরিয়াতেই পৌঁছেছে ইরানি সুপার তেল ট্যাংকার ‘অ্যাদ্রিয়ানা দারিয়া-১’। আগের নাম ‘গ্রেস-১’। ইরানি নৌবাহিনীর ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিন জিব্রাল্টারে আটকে থাকা অপরিশোধিত তেল ট্যাংকার অ্যাদ্রিয়ানা দারিয়া-১ সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসের কাছে। সর্বশেষ ট্র্যাকিংয়ে জাহাজটির এমনই তথ্য এসেছে। তবে বর্তমানে আলোচিত এ জাহাজের জিপিএস বন্ধ আছে।

বানিয়াস শহরটি সিরিয়ার বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি কেন্দ্র। এছাড়া এটিই তাদের পূর্ব ভূমধ্যসাগরীয় পাইপলাইনে সাম্প্রতিক হামলার স্থান। এছাড়া জাহাজটি তার জিপিএস বন্ধ করে দেওয়ায় নির্দিষ্ট করে এর বর্তমান অবস্থান অজানা। এর আগে ট্যাংকারটি উত্তর মিশরের পোর্ট সাইডের দিকে যাত্রা করেছিল। কিন্তু জিপিএস বন্ধ থাকায় এর গন্থব্য নিয়ে কোনো ধারণা করা যায়নি আসলে সে কোথায় যাচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট