চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোদি সরকারের অব্যবস্থাপনায় দেশ ডুবছে : মনমোহন সিং

২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা গভীর উদ্বেগজনক। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাপনাই মন্দার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত শেষ ছয় বছরেরও বেশি সময় ধরে ভারতের অর্থনীতির গতি কমে গেছে। এমন তথ্য প্রকাশ হওয়ার পরেই এই প্রবীণ কংগ্রেস নেতা এমন মন্তব্য করেছেন। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি অর্থ বছরে (২০১৯-২০২০) ৫ শতাংশে দাঁড়িয়েছে। আগে ছিল ৫ দশমিক ৮ শতাংশ এবং ২০১৮ সালের ৩০ জুনের শেষে ছিল ৮ শতাংশ। এক বিবৃতিতে মনমোহন সিং বলেন, ‘ভারতের এই পথ অব্যাহত রাখার সামর্থ্য নেই। তাই আমি সরকারকে অনুরোধ করছি যে, এই সঙ্কট থেকে আমাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য সুবিধাবাদী রাজনীতি বাদ দিয়ে সব বুদ্ধিমান ও শুভচিন্তার মানুষদের মতামত ও চিন্তা ভাবনাকে গুরুত্ব দিন।

শেয়ার করুন