চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

হাজিদের দিকনির্দেশনা দিচ্ছে রোবট, কথা বলছে বাংলায়ও

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ

হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের দিকনির্দেশনা দিচ্ছে রোবট। মসজিদুল হারাম এবং মসজিদে নববিতে বহুভাষী রোবট নানা পরিষেবা দিচ্ছে হাজিদের। বাংলাসহ মোট ১১টি ভাষায় কথা বলে এ রোবট।

বিভিন্ন ভাষায় হাজিদের সব প্রশ্নের ঠিক ঠিক জবাব দিচ্ছে রোবটগুলো। মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের রোবট ব্যবহার করছে সৌদি প্রশাসন। এবারই প্রথম কাজ শুরু করল বহুভাষী রোবট। খবর গালফ নিউজের।

বহুভাষী এ রোবট আরবি ছাড়াও বলতে পারে আরও ১০টি ভাষা। বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, পার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা এবং হাউসা ভাষায় দিকনির্দেশনা দিতে পারে এ কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিটি রোবটের টানা আট ঘণ্টা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

অবিকল মানুষের মতো হাত নেড়ে কথাও বলছে বিভিন্ন ভাষায়। এমনকি ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যবস্থাও করে দিচ্ছে। মূলত হজের নানা আনুষ্ঠানিকতা পালন সহজ করতেই অত্যাধুনিক এ প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি প্রশাসন। বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবে হাজিদের ভিড় সামাল দেওয়া এবং হজ ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার। দিকনির্দেশনা ছাড়াও রোবটের সাহায্যে স্মার্ট পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জীবাণুমুক্তকরণ, জমজমের পানি ও পবিত্র কুরআন শরিফ বিতরণ। হাজিদের গতিবিধি আর চলাফেরাও তদারকি করা হয় প্রযুক্তি সংযোগের মাধ্যমে। তথ্যসূত্র: যুগান্তর

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট