চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পরিত্যক্ত মর্টার নিয়ে খেলছিল শিশুরা, বিস্ফোরণে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২৩ | ৪:২৭ অপরাহ্ণ

সোমালিয়ায় একটি পরিত্যক্ত মর্টার বিস্ফোরণে শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫৩ জন। খবর আল অ্যারাবিয়া নিউজের।

শুক্রবার (৯ জুন) দেশটির রাজধানী মোগাদিশুর পাশে কোরিওলি শহরের কাছাকাছি ঘটে এই দুর্ঘটনা।

নিহতদের বেশিরভাগই শিশু-কিশোর। এই তথ্য নিশ্চিত করেছেন শহরের ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, খেলার মাঠের পাশে রাখা ছিলো অবিস্ফোরিত মর্টারটি। আগ্রহী শিশুরা সেটি নিয়ে খেলছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টারটি।

শহরটি মূলত আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে তারা সোমালি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন