চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চীনে ভূমিধসে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৫ জুন, ২০২৩ | ২:১৫ অপরাহ্ণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার সিচুয়ান প্রদেশের লেশান শহরের কাছে জিনকৌহের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল ৬টার দিকে জিনকৌহে এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। সেখানে একটি মাইনিং কোম্পানির লোকজন কাজ করছিলেন। পাহাড়ের মাটি ধসে তাদের কাজ ও থাকার জায়গার একটি অংশের ওপর গিয়ে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৮০ জনেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ভূমিধসের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট