চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাজমুকুট পরলেন থাইল্যান্ডের নতুন রাজা

৫ মে, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : রাজমুকুট মাথায় পরলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। তিন দিনের রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রথম দিন শনিবার তাকে এ মুকুট পরানো হয়।
২০১৬ সালে ভাজিরালংকর্নের বাবা ভূমিবল আদুলাদেজ মারা যান। এরপরই সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী মনোনীত হন ভাজিরালংকর্ন। রাজ্যাভিষেক অনুষ্ঠানের আগে বুধবার তিনি ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধান সুথিদাকে বিয়ে করেন।
সাংবিধানিকভাবে থাইল্যান্ডে রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। তবে দেশটির শাসন প্রক্রিয়ায় রাজা হস্তক্ষেপ করেন না। দেশটিতে রাজপরিবারের সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধানও রয়েছে।
শনিবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে ৬৬ বছরের রাজা ভাজিরালংকর্নের মাথায় ৭ দশমিক ৩ কেজি ওজনের ‘মহান বিজয়ের মুকুট’ পরানো হয়। এরপর তিনি প্রথম রাজকীয় আদেশ জারি করেন এবং ন্যায়ের ভিত্তিতে দেশ শাসনের প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন