চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টিভি লাইভে খুন হওয়া সেই নেতার শরীরে মিলল ৯টি গুলি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ভারতের এক সময়ের মাফিয়া ডন থেকে রাজনীতিক হয়ে উঠা আতিক আহমেদকে অন্তত ৯ বার গুলি করে হামলাকারী।

সোমবার (১৭ এপ্রিল) ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) টিভিতে লাইভ চলাকালীন তাকে গুলি করে হত্যা করা হয়।

সূত্রে জানা গেছে, পোস্টমর্টেম পরীক্ষার সময় নিহত আতিক আহমেদের শরীরে অন্তত নয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া প্রয়াগরাজ হাসপাতালের বাইরে গুলিবিদ্ধ তার ভাই আশরাফ আহমেদের দেহ থেকে পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, আতিক আহমেদের মাথায় একটি, বুকে ও পিঠে আটটি গুলি বিদ্ধ হয়।

শনিবার রাতের একটি ভাইরাল ফুটেজে দেখা গেছে, উত্তর প্রদেশের এলাহাবাদে পুলিশের গাড়ি থেকে নামিয়ে আনা হচ্ছিল সাবেক সংসদ সদস্য আতিক আহমেদকে।

এসময় পুলিশ কনস্টেবল পরিবেষ্টিত অবস্থায় যখন তারা হাঁটতে শুরু করেন, সাংবাদিক ছদ্মবেশে সেখানে ছিলেন বন্দুকধারীরা। হাতকড়া থাকা অবস্থায় পুলিশ হেফাজতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উত্তর প্রদেশের সাবেক সংসদ সদস্য আতিক ও তার ভাই আশরাফ। লাইভ চলাকালীন একটি বন্দুক তার মাথার কাছে নেওয়া হয়। তখনই গুলি চালানো হয়। গুলিবর্ষণের পর তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। হাজত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পথে ঘটে এ ঘটনা।

একই সময় তার ভাইকেও একইভাবে গুলি করা হয়। বন্দুকধারীদের তিনজন আটক হয়েছেন। তারা আত্মসর্ম্পণ করেন। আতিক আহমেদের নামে কমপক্ষে ১০০টি ফৌজদারী মামলা রয়েছে। সূত্র: এনডিটিভি

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন