চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভোল পাল্টাতে দেরি করলেন না ট্রাম্প ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বললেন ‘চমৎকার নারী’

২৬ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বরাবরের মতোই খুব দেরি করলেন না, মন্তব্য পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র দু’টো দিন আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেনকে ‘ন্যাস্টি,’ সোজা বাংলায় ‘জঘন্য’ বলেছিলেন। আর এই শুক্রবার তাঁকেই ‘চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের চমৎকার আলাপ হয়েছে। …ডেনমার্কের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। পরে আলাপের ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তিনি খুব চমৎকার। তিনি কল দিয়েছিলেন। আমি এটিকে খুব ভালোভাবে নিয়েছি।’

ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ‘খায়েশ’ প্রকাশ করেছিলেন। ডেনমার্ক সফরে যাওয়ার কথাও চূড়ান্ত ছিল। কিন্তু তার গ্রিনল্যান্ড কেনার খায়েশকে ডেনমার্কের প্রধানমন্ত্রী হেসেই উড়িয়ে দিয়েছিলেন। এ অপমান সহ্য হয়নি তার। বাতিল করেন সফর। ডেনমার্কের প্রধানমন্ত্রীকে খুবই ‘ন্যাস্টি’ বলেও মন্তব্য করে বসেন।

শেয়ার করুন