চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাখাইনে তুমুল সংঘর্ষ, সেনাবাহিনীর বিমান হামলা

২৬ আগস্ট, ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ

অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এবং শুক্রবার রাখাইনের উত্তরের গ্রামীণ এলাকা মিনবিয়া ও মারাউক-ইউতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে গোলাবর্ষণ করা হয়েছে। ঐ দু’দিন সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। কালামা পর্বত এলাকায় আরাকান আর্মির গেরিলা যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে দুটি অথবা তিনটি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বোমা বর্ষণ করা হয়েছে। বিমান হামলার কারণে পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার

সেনাবাহিনীর অন্তত ২০০ সদস্যের সঙ্গে সংঘর্ষ হয়। মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ৫০ সদস্যকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি। এতে তাদের তিন সদস্যের প্রাণহানি ও আরো বেশ ক’জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। [ছবি : অ্যাটাক হেলিকপ্টার]

শেয়ার করুন