চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দু’টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খবর দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী

২৬ আগস্ট, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিজস্ব দু’টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই দু’টি ব্যবস্থা হচ্ছে ‘ফাতির-ওয়ান’ এবং ‘সাকিব-ওয়ান’।
এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ফাতির-ওয়ান’ হচ্ছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইয়েমেনি বিশেষজ্ঞরা নিজেরাই তা তৈরি করেছে। এই ব্যবস্থার মাধ্যমে এ পর্যন্ত আগ্রাসীদের কয়েকটি জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে বলে তিনি জানান।
‘সাকিব-ওয়ান’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেছেন, ২০১৭ সাল থেকে আমরা এই ব্যবস্থাটি ব্যবহার করে আসছি এবং গত বছরের ৬ সেপ্টেম্বর এ ব্যবস্থার সাহায্যেই হুদায়দা শহরে শত্রুর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭০ ভাগ সফল বলে তিনি জানান।

তিনি বলেন, যেসব এলাকায় বেশি হামলা হয় সেসব এলাকাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

শেয়ার করুন