১১ এপ্রিল, ২০২৩ | ৫:২৪ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক
ইন্টারনেট এখন এমন এক বিশ্বে পরিণত হয়েছে যেখানে কিছুই আর অসম্ভব বলে মনে হয় না। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’র আবির্ভাবের ফলে এর (ইন্টারনেট) ব্যবহারকারীদের উদ্ভাবনী এবং বাস্তবসম্মত শিল্পকর্মের ডিজিটাল ফর্ম ‘সৃষ্টির সীমানাকে’ যেন ক্রমশ ছাড়িয়ে যেতে বসেছে। এই ধরনের একটি ফর্ম সোশ্যাল মিডিয়াতে উত্তরোত্তর আকর্ষণ বাড়িয়ে চলেছে এবং এটা লোকেদের ভাবনার রাজ্যকে প্রসারিত করতে সাহায্য করছে, যেটা একসময় কেবলি শিল্পীর কল্পনায় ছিল।
এখানে এআই-জেনারেটেড ইমেজ সম্পর্কে কথা বলা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, শিল্পীরা এখন প্রায় সবকিছুই দারুণ বাস্তবসম্মতরূপে উপস্থাপন করতে পারেন। বিভিন্ন শহরকে রূপান্তর করা থেকে শুরু করে জনপ্রিয় ব্যক্তিত্বদের ‘কখনো দেখা যায়নি’ অমন রূপ দেয়া-সবই সম্ভব করছে আজ এআই। এরই ধারাবাহিকতায় সৃষ্টির আরেকটি রূপ হয়ে ইন্টারনেটে এখন ভাসছে বিশ্বের কিছু ধনী ব্যক্তির ‘দরিদ্র রূপ’।
এ তালিকায় রয়েছেন, টেসলার সিইও ইলন মাস্ক, মেটা সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বার্কশায়ার হ্যাথাওয়ের বিলিয়নিয়ার সিইও ওয়ারেন বাফেট।
ছবিগুলিতে, এ ‘স্লামডগ বিলিয়নেয়ারদের’ মলিন কাপড় পরিহিত অবস্থায় বস্তি এলাকার পটভূমিতে উপস্থাপন করা হয়েছে।
এক নজর
‘মিডজার্নি’ নামে একটি এআই প্রোগ্রাম ব্যবহার করে গোকুল পিল্লাই নামে একজন ডিজিটাল প্ল্যাটফর্মে তৈরি করা ছবিগুলি শিল্পী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ক্যাপশনসহ শেয়ার করেছেন, “স্লামডগ মিলিয়নিয়ারস। আমি কি কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করতে মিস করেছি?”
পোস্টটি ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং বেশ মজার মজার মন্তব্যও করেছেন শেয়ারকারীরা।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘হ্যাঁ আপনি আলী এক্সপ্রেস মিস করেছেন’।
অপর একজন লিখেছেন, ‘এটি দারুণ! কিন্তু আমার মনে হয় এখানে ইলনই একমাত্র ব্যক্তি যাকে এখনও ধনী দেখায় এমনকি তার দরিদ্র রূপটিতেও।’
অন্য আরেকজনের মন্তব্য, ‘সত্যিই অবাক করা সৃষ্টি… বাস্তবিকই যেন স্লামডগ বিলিয়নেয়ার এরা।’
উল্লেখ্য, শিল্পীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার নিজের আরও অনেক ‘এআই সৃষ্টি’ রয়েছে যেগুলোয় তার কল্পনার বৈচিত্র্যময়তার খোঁজ মেলে।
[সূত্র : ফার্স্টপোস্ট]