চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরকারি অনুদান পেতে আটা দিয়ে সদ্যোজাত তৈরি

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ৩:১৬ অপরাহ্ণ

সদ্য যারা মা হয়েছেন, তাদের শরীরের যত্ন নিতে জনপ্রতি ১৬,০০০ টাকা করে অনুদান দেয় ভারতের মধ্যপ্রদেশ সরকার। এই টাকার লোভে আটা দিয়ে শিশু তৈরি করে হাসপাতালে এসেছেন তিন তরুণী। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। সবার সামনেই ধরা পড়ে যায় এই জালিয়াতি।

আটার দলাটা যে আসলে সদ্যোজাত তা বোঝাতে তার মধ্যে লাল রংও করে নেন তিন মহিলা। ভোপালের কৈলরস সরকারি হাসপাতালে এসে তারা বলেন মৃত শিশুর জন্ম দিয়েছেন তাদের মধ্যে একজন। এখন সরকারি অনুদানের টাকা চাই।

নার্সরা শিশুটিকে দেখতে চাইলে পারিবারিক সংস্কারের কথা বলে তাকে দেখাতে চান না তারা। নার্স জোরাজোরি করলে সবার সামনেই আটার দলা দু-টুকরো হয়ে ভেঙে পড়ে যায়।

পুলিশে খবর দেয়া হলে কান্নাকাটি করে নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিন নারী। তাদের সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন