চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশবাদী কাক!

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১:৫৭ অপরাহ্ণ

এবার ইন্টারনেটে এক নতুন নায়কের আবির্ভাব হয়েছে। তবে সেটা কোনো মানুষ নয়, একটি কাক। এর অবশ্য কারণও আছে। ভাইরাল হওয়া কাকের সেই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করছেন। পাশাপাশি প্রশ্ন তুলছেন মানুষের আচরণ নিয়েও।

টুইটারে পোস্ট করা ওই ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি কাক ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতল নিয়ে এক ডাস্টবিন থেকে আরেকটি ডাস্টবিনের ওপর উড়ে বসল। এরপর বোতলটা সে ফেললো ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায়। তারপরই সে উড়ে গেল অন্য কোথাও। পাখির এই সাধারণ কাজটি সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

অনেকেই এ নিয়ে টুইটারে নানা মন্তব্য লিখেছেন। প্রজাতি হিসেবে কাকের বুদ্ধি সম্পর্কে অনেকেই টুইট করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একটি কাক যদি খালি বোতল ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে তাহলে মানুষ কেন পারবে না?

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, প্রাণীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আরেকজন লিখেছেন, প্রাণীরা মানুষের চেয়ে ভালো। নেটিজেনদের একাংশ দাবী করেছে, যা মানুষ করতে পারেনি তা কাক করে দেখিয়েছে।

কেউ কেউ অবশ্য বোতল ফেলার জন্য কাকটিকে প্রশিক্ষণ দেয়া এমন মন্তব্যও করেছেন।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট