চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এমাজন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব নেতারা

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১:১৩ অপরাহ্ণ

ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের ফুসফুস খ্যাত এমাজন জঙ্গল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব নেতারা।

ফ্রান্সে অনুষ্ঠেয় জি সেভেন সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়গুলোর শীর্ষে রয়েছে এমাজন পরিস্থিতি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন।

সম্মেলনে অংশ নিতে শনিবার ফ্রান্সের হেনদায়ে শহরে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। খবর মরক্কো ওয়ার্ল্ড নিউজের।

এ সময় সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এমাজনকে রক্ষায় সোচ্চার ছিলেন প্রত্যেকেই। এখন পর্যন্ত এমাজনে ৭ শতাধিক সেনা পাঠিয়েছে ব্রাজিল প্রশাসন। এ কাজে সেনাবাহিনীর ৪৪ হাজার সদস্য মোতায়েনের কথা রয়েছে। কয়েক সপ্তাহ ধরে জ্বলতে থাকা জলাবনটিতে এরই মধ্যে নয় হাজার দাবানলের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ।

আগুন ছড়িয়ে পড়ায় শনিবার নতুন করে আরও দেড় হাজারের বেশি দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক টুইট বার্তায় এ সংকটকে আন্তর্জাতিক বিপদ বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোন। এক টুইটে তিনি লিখেন, আমাদের আশ্রয়স্থল পুড়ছে। আক্ষরিক অর্থেই। পৃথিবীর ফুসফুসখ্যাত এমাজন ২০ ভাগ অক্সিজেন উৎপাদন করে। এটি একটি বৈশ্বিক সংকট। দুই দিন পর শুরু হতে যাওয়া জি-৭ সম্মেলনে এটাই আমাদের প্রধান এজেন্ডা হওয়া উচিত।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট