চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ব্রাজিলে মাদক চক্রের প্রধানকে ধরতে অভিযান, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ

ব্রাজিলের রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী বলে জানিয়েছে সেদেশের পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট