চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভারত হামলা চালালে কঠোরভাবে মোকাবেলা করা হবে: পাকিস্তান

২৫ আগস্ট, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যবিষয়ক উপদেষ্টা ফিরদাউস আশিক আওয়ান বলেছেন, ভারত যদি পাকিস্তানের উপরে হামলা চালায় তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে তার জবাব দেবে।

ইমরান খানের বিশেষ এ সহকারি বলেন, ভারতের মোকাবেলায় পাকিস্তানের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ যুদ্ধ করবে। কানাডার গণমাধ্যম ‘ভাইস নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ফিরদাউস আশিক বলেন, তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সম্পূর্ণভাবে আস্থাশীল।

পাকিস্তানি এ কর্মকর্তা বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, তবে ভারত যদি হামলা চালায় তাহলে পাকিস্তান তা শক্তভাবে মোকাবেলা করবে। ভারতকে মোকাবেলা করার সাহস, শক্তি এবং সক্ষমতা পাক সেনাদের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফিরদাউস আশিক বলেন, পাকিস্তান এই সক্ষমতা এর আগেও প্রদর্শন করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট