চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০১৯ | ৩:১০ অপরাহ্ণ

সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ইউনিট আজও হামলা চালিয়েছে। আজকের হামলায় একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ শনিবার সকালে টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, খামিস মাশিত এলাকার কিং খালিদ বিমান ঘাঁটিতে একাধিক ড্রোনের সাহায্যে একযোগে হামলা হয়েছে এবং এর ফলে আগ্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইয়াহিয়া সারি আরো জানিয়েছেন, আজকের হামলায় বিমান ঘাঁটির হ্যাঙ্গার এবং উড্ডয়ন স্থলের ক্ষতি হয়েছে।হামলার পরপরই সৌদি আরবের জেদ্দা ও আবহা বিমানবন্দর থেকে কিং খালিদ বিমানঘাঁটি অভিমুখী দু’টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়। তিনি বলেছেন, ইয়েমেনের নিরপরাধ জনগনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোটের অব্যাহত হামলার প্রতিশোধ নিতেই আজও ড্রোন হামলা চালানো হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে নির্মম আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানের মিত্র হুতিরা।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন