চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যিহোবার সাক্ষী মিটিং হলে এ হামলার ঘটনা ঘটে। শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কের পাশের গির্জায় বন্দুক হামলার এ ঘটনায় আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে কতজন হামলা চালিয়েছে সেটি এখনো অস্পষ্ট। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছে এবং ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল। তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

পুলিশ মুখপাত্র হোলগার ভেহরেন বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে গুলি চালানো হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় তারা। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দেখতে পান পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট হওয়া যায় নি।

ওই এলাকায় পুলিশী অভিযান চলছে। সেকারণে স্থানীয় লোকজনকে বাড়ির বাইরে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোট টুইটারে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী ও বিপুল সংখ্যক কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন