চট্টগ্রাম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

৬ মার্চ, ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

একটি গাড়ির ধাক্কায় উল্টে গেছে ৪০টি গাড়ি

পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ট্রাক। একে একে ধাক্কা দেয় ৪০টি গাড়িকে। এরপর উল্টে পড়ে যায় ঢাল বেয়ে।

 

সোমবার (৬ মার্চ) দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে এমন ঘটনা ঘটে।

 

খবর বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ট্রাক। একে একে ধাক্কা দেয় ৩৬টি গাড়িকে। এরপর উল্টে পড়ে যায় ঢাল বেয়ে।

 

খবরে বলা হয়েছে, সংঘর্ষের স্থান থেকে প্রায় এক কিলোমিটার গড়িয়ে যায় ট্রাকটি। সবমিলিয়ে বিধ্বস্ত হয় ৪০টি গাড়ি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বিভাগের সদস্যরা। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হলেও কারও মৃত্যুর খবর জানা যায়নি। হেলিকপ্টার দিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট