২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৩৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি জেলার কুলপি বন্দরের কিছুটা দূরে একটি জাহাজের ধাক্কায় অন্য আরেকটি জাহাজ আংশিকভাবে ডুবে গেছে। যে জাহাজটি আংশিকভাবে ডুবে যায়, সেটি বাংলাদেশের। জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। এই ছাই থেকে ইট নির্মাণ করা হয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাংলাদেশের জাহাজটি হুগলি নদী দিয়ে যাওয়ার সময় অপর একটি জাহাজ সেটিকে ধাক্কা মারে। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে। জাহাজটির ৩০ থেকে ৪০ শতাংশ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত জাহাজের নয় ৯ জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় কুলপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য বন্দর কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হতে পারে।
পূর্বকোণ/পিআর