চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লিবিয়ায় নৌকাডুবিতে ৭৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:০২ অপরাহ্ণ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির পর কমপক্ষে ৭৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন এবং তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ইন লিবিয়া তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানায়।

আইওএম আরও জানিয়েছে, নৌকাডুবির পর সাতজন বেঁচে গেছেন এবং তারা দুর্ঘটনাকবলিত নৌকা থেকে তীরে পৌঁছেছেন। অভিবাসীদের বহনকারী ওই নৌকাটি ত্রিপোলির পূর্বের কাসর আলকায়ার থেকে ইউরোপে যাওয়ার জন্য রওনা হয়েছিল এবং এতে প্রায় ৮০ জন আরোহী ছিলেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক এই সংস্থাটি জানিয়েছে, লিবিয়ান রেড ক্রিসেন্ট এবং স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া জীবিত সাত অভিবাসীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন