চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন ইরানের

২৩ আগস্ট, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

ইরান গতকাল দেশীয় প্রযুক্তিতে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এই ব্যবস্থা উন্মোচন করেন এবং তা সামরিক বাহিনীতে যুক্ত করার নির্দেশ দেন। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এ ব্যবস্থা উন্মোচন করা হয়। এই ব্যবস্থা একই সময়ে ৩০০টি লক্ষ্যবস্তুকে শনাক্ত, ৬০টিকে অনুসরণ ও ছয়টি’র সঙ্গে সংঘর্ষে জড়িত হতে পারে। সক্ষমতার দিক দিয়ে এ ব্যবস্থা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও উন্নত বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যে বভার-৩৭৩ ব্যবস্থা নিয়ে কয়েক দফা সফল পরীক্ষা চালানো হয়েছে। নতুন এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরছে। এটি আমেরিকা ও রাশিয়ার একই ধরনের ব্যবস্থার চেয়ে লাঞ্চার, রাডার ও ক্ষেপণাস্ত্রসহ অনেক দিক দিয়ে ভিন্নতর। [ছবি : বভার-৩৭৩ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা]

শেয়ার করুন