চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৪৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

তুরস্কে ভূমিকম্পের ১৪৭ ঘণ্টা পর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশ থেকে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ ভূমিকম্পে দুদেশে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। যদিও জাতিসংঘের আশঙ্কা, নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে।

 

এদিকে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইস্তাম্বুল পৌরসভা। ভিডিওতে দেখা যায়, একটি বিধ্বস্ত ভবনের মেঝের গর্ত থেকে ওই মেয়েকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। পরে চিকিৎসার জন্য তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যান তারা।

ভূমিকম্পের শত ঘণ্টা পার হলেও এখনো বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

সরকারি কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬০৫ জন। প্রাপ্ত তথ্যমতে সিরিয়াতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৪ জন। দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৭৯ জন। খবর দ্য গার্ডিয়ানের।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন