চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৯ অপরাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১১ হাজার ২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ধসে যাওয়া ভবনের নীচ থেকে মানুষকে উদ্ধার করতে এখনো হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

তুরস্কের দুর্যোগ সংস্থার তথ্য মতে, দেশটিতে নিহতের সংখ্যা আট হাজার ৫৭৪ জনে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একটি উদ্ধারকারী দল বলছে, দুই হাজার ৬৬২ জনের বেশি লোক মারা গেছে সেখানে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধারণা করছেন আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন। এতে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

 

দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই।

 

সোমবার ভোরে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর আরেকবার ভূমিকম্প হয়।

 

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট