৩০ জানুয়ারি, ২০২৩ | ২:৪২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরে গিয়েছেন।
রবিবার (২৯ জানুয়ারি) মিশর সফরের মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়।
তার এ সফরে তিনি এমন অঞ্চলে গেলেন যারা কিছুদিন আগেই ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার বাহিনী। দখলকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ঢুকে ১০ ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এ নিয়ে মুসলিম দেশগুলোর প্রতিবাদের মধ্যেই অঞ্চলটিতে গেলেন ব্লিঙ্কেন। ফলে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশই তার এই সফরের দিকে নজর রাখছে।
মিশর থেকে সোমবার ইসরায়েলের দখলকৃত জেরুজালেম ও ফিলিস্তিনের রামাল্লায় যাওয়ার কথা রয়েছে তার। গত মাসে নেতানিয়াহু ফের ইসরায়েলের ক্ষমতায় আসার পর এটিই হবে সেখানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তার প্রথম সফর।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মিলিত হবনে অ্যান্টনি ব্লিঙ্কেন। তাদের আলাপের মূল বিষয়বস্তু হবে এ অঞ্চলে উত্তেজনার পারদ কমানো।
পূর্বকোণ/আরএ