চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামাতে পারি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩ | ৮:১৫ অপরাহ্ণ

প্রেসিডেন্ট হলে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ দাবি করেন।

 

এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ কখনোই বাধত না। আর এখনও যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারি। কত করুণভাবেই না মানুষের জীবন নষ্ট হচ্ছে!’

পরদিন (শুক্রবার) আরেকটি ভিডিও বার্তায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিদেশি শক্তিগুলো এখন খোলাখুলিভাবে পারমাণবিক হামলা শব্দটি মুখে আনছে। এর অর্থ হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে (প্রেসিডেন্ট জো বাইডেন) তারা কোন সম্মান দিচ্ছে না। এই শব্দ ব্যবহার করার অনুমতি তাদের কাউকে দেওয়া হয়নি। আর আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন কেউ পরমাণবিক হামলার কথা তোলেনি।’

 

ভবিষ্যতে আসন্ন বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রস্তুতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অন্য যেকোন যুদ্ধের চেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বিপর্যয়কর হবে। এই যুদ্ধ শুরু হওয়ার পর মনে হবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই ছোট ছিল। এমন যুদ্ধ যেন কখনো না বাধে, তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলো, এমন প্রযুক্তি ও শক্তি নিয়ে প্রস্তুত থাকা, যার কোন মোকাবিলা কেউ করতে পারবে না।’

যুক্তরাষ্ট্রকে সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন রাষ্ট্রপ্রধান হবো, তখন ইসরায়েলের ‘আয়রন ডোমের’ মতো পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। যুক্তরাষ্ট্রের মানুষকে রক্ষা করতে অবশ্যই এমন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হাতে রাখতে হবে, যেটি হবে ‘অভেদ্য’।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট