চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২৮ জানুয়ারি, ২০২৩ | ১:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধ কাগজপত্র, পদ হারালেন নেপালের উপ-প্রধানমন্ত্রী

নাগরিকত্বের অবৈধ কাগজপত্র জমা দেওয়ায় পদ হারালেন নেপালের উপ-প্রধানমন্ত্রী রবি লামিছানে।

 

শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন।

 

 

রায়ে বলা হয়, মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার পর রবি লামিছানে নাগরিকত্বের অবৈধ কাগজপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তার আইনপ্রণেতার মর্যাদা বাতিল করা হলো। একই সঙ্গে তার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

গত নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সাত দলীয় জোট নেপালের ক্ষমতা গ্রহণ করার পর লামিছানে নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই জাতীয় পরিচয়পত্র দেখভালের দায়িত্বে আছে।

 

 

লামিছানের আইনজীবী সুনিল পোখরেল বলেন, ‘তিনি (লামিছানে) তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং তার আসনে উপনির্বাচন হবে। লামিছানে এখন নিয়মিত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানাবেন এবং দক্ষিণ নেপালে তার আসনের উপনির্বাচনে অংশ নেবেন।’

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজনীতিতে প্রবেশের আগে লামিছান টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।

 

 

পূর্বকোণ/আরএ/এএইচ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট