চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সোমালিয়ায় সরকারি ভবনে জঙ্গি হামলা, ৫ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৩ | ৩:১১ অপরাহ্ণ

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এতে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় অন্তত আরও ১৬ জন আহত হন।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে এ হামলা চালানো হয়। দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, রবিবার দুপুরের দিকে জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। পরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ছয়জনকে হত্যা করে সন্ধ্যা ৬টার মধ্যে এলাকাটি মুক্ত করে

প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলাকারীরা মোগাদিশুর মেয়রের দপ্তর ভবনে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে।

 

হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীটি জানায়, ‘আমাদের আত্মঘাতী বোমারুরা আঘাত হানার পর পদাতিক যোদ্ধারা ভবনটিতে প্রবেশ করে রক্ষীদের হত্যা করেছে।’

এদিকে, আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দিকাদির আব্দিরহমান বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা আট বেসামরিকের মৃতদেহ সরিয়ে নিয়েছি।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন