চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইউক্রেনে ১৪টি ভারী ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য, রাশিয়ার সতর্কতা

অনলাইন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৩ | ৩:৪০ অপরাহ্ণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন। পশ্চিমা বিশ্বের কোনো দেশ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এ ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কেবল যুদ্ধকে ‘তীব্রতর’ করবে।

 

যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুুদ্ধকে তীব্রতর করা। এর ফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।

 

এর আগে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।

 

পরে জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয়, অপর পক্ষকেও সঠিক বার্তা দেবে।

 

উল্লেখ্য, রুশ হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা কিয়েভকে এ পর্যন্ত ৩ শতাধিক উন্নত ট্যাংক সরবরাহ করেছে।

পূর্বকোণ/আরএ/এএইচ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট