চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুই মেট্রোরেলের সংঘর্ষে একজন নিহত, আহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

৮ জানুয়ারি, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

মেক্সিকোর উত্তর-দক্ষিণাঞ্চলের টানেলে দুটি মেট্রোরেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ জন। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে দেশটির পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

এক বিবৃতিতে মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম বলেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। আরও অনেকেই কিছুটা আহত হয়েছে। তাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের অনেককে অ্যাম্বুলেন্সে চিকিৎসা করা হয়।

জানা গেছে, ১৯৬৯ সালে মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয়। দেশটিতে ২০২১ সালের মে মাসে সবশেষ মেট্রোতে দুর্ঘটনা ঘটে। সে সময় মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন