চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নেতানিয়াহুকে বন্ধু আখ্যা বাইডেনের, সম্পর্কে অগ্রগতি চান পুতিন

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২২ | ১:২৬ অপরাহ্ণ

তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সরকার গঠন নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে তার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ফিলিস্তিনি সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন তিনি। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেতানিয়াহুকে তিনি ‘বন্ধু’ বলে অভিহিত করেন এবং একইসঙ্গে ফিলিস্তিনিদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন।

 

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু। ইরানের হুমকিসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবিলা করার জন্য আমরা কাজ করব।’

 

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘আমার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সবসময়ই দুই রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে যাবে এবং এর কার্যকারিতাকে বিপন্ন করে বা আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরোধিতা করে এমন নীতির বিরোধিতা করবে।’

 

অবশ্য বাইডেনের পূর্বসূরী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল নেতানিয়াহুর। কট্টরপন্থি ইহুদি এই রাজনীতিক বৃহস্পতিবার তৃতীয় বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন। মূলত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

 

এদিকে পৃথক এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রধান হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়া-ইসরায়েলের মধ্যে সহযোগিতা জোরদার করার অভিপ্রায়ের ইঙ্গিত প্রেসিডেন্ট পুতিন দিয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

 

নেতানিয়াহুকে পাঠানো এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আশা করি, আপনার নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জনগণের স্বার্থে সকল ক্ষেত্রে রাশিয়া-ইসরায়েল সহযোগিতা জোরদার করার কাজ অব্যাহত রাখবে।’

 

পুতিন আরও বলেন, ‘রাশিয়াতে, আমরা আমাদের দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য আপনার ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী অবদানের প্রশংসা করি।’

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন