চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বাসঘাতক-গুপ্তচর ধরতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২ | ২:১৪ অপরাহ্ণ

রাশিয়ার অভ্যন্তরে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মূলোৎপাটনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা সেবা দিবসে তিনি এ নির্দেশ দেন।

 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনের কাছ থেকে দখলকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেন।

পুতিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা থামানো, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবিলায় প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শক্তি।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন