চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জাকির নায়েকের বক্তব্যে নিষেধাজ্ঞা মালয়েশিয়ার আরও এক রাজ্যে

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট, ২০১৯ | ১:০১ অপরাহ্ণ

পার্লিস ও কেদাহ রাজ্যের পর মালয়েশিয়ার আরও এক রাজ্যে জাকির নায়েকের বক্তব্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির মেলাকা রাজ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। রবিবার রাজ্যটির মুখ্যমন্ত্রী এ কথা জানান। খবর মালায়া মেইল’র।

মেলাকার মুখ্যমন্ত্রী এডলি জাহারি বলেছেন, বিতর্কিত প্রচারক ড. জাকির নায়েককে রাজ্যে ধর্মীয় আলোচনা করতে নিষেধ করা হয়েছে।

এর আগে পার্লিসে ১৬-১৮ আগস্ট মালয়েশিয়া রিভার্টস ক্যাম্প নামে নওমুসলিমদের একটি সম্মেলনে জাকির নায়েকের বক্তৃতা নিষেধ করে স্থানীয় পুলিশ। এরপর কেদাহ রাজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে মোট ৭টি রাজ্যে জাকির নায়েকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হল। এগুলো হল- জোহর, সেলেঙ্গর, পেনাং, কেদাহ, পার্লিস, সারাওয়াক এবং মেলাকা।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন