চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডুবন্ত নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২ | ১:২২ অপরাহ্ণ

আন্দামান সাগরে একটি ডুবন্ত নৌকায় ১৫৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামের জ্বালানি সরবরাকারী একটি জাহাজ। পরে তাদের মিয়ানমারের নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ‘হাই ডুয়ং ২৯’ জাহাজটি সিঙ্গাপুর থেকে মিয়ানমার যাওয়ার পথে বুধবার উপকূলের ৪৫৮ কিলোমিটার দক্ষিণে ওই নৌকাটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করা হয়। ভিটিসিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে থাকা রোহিঙ্গাদের উদ্ধারের এক ঘণ্টা পর তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। উদ্ধার ১৫৪ জনের মধ্যে ৪০ জন নারী ও ৩১ শিশু রয়েছে।

বৃহস্পতিবার তাদেরকে মিয়ানমার নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের এখন কোথায় নেওয়া হয়েছে, এ বিষয়ে মিয়ানমারের জান্তার মুখপাত্রের কাছ থেকে রয়টার্স কিছু জানতে পারেনি। মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ২০১৭ সালে পালিয়ে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। সব মিলিয়ে দেশটিতে থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট