চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০২২ | ১১:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদের আলোকে শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব।’ জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

 

জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্যরাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট