চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীর ইস্যু : ‘৩৭০ ধারা বাতিল’ চ্যালেঞ্জ সাবেক ছয় সেনা অফিসারের

১৯ আগস্ট, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত সাবেক এয়ার ভাইস মার্শালসহ ছয় সাবেক সেনা কর্মকর্তা।
তাদের স্পষ্ট বক্তব্য, এই নির্দেশ অসাংবিধানিক। পাশাপাশি কাশ্মীর রি-অরগানাইজেশন বিলটিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তারা।
ভারতীয় বিমানবাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল কপিল কাকের সঙ্গে কেন্দ্রের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মেজর জেনারেল অশোক মেহতা, আইএএস অফিসার হিন্দল হায়দার ত্যবজি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে জম্মু ও কাশ্মীরের দায়িত্ব পালন করা রাধা কুমার, পাঞ্জাব ক্যাডেটের আইএএস অফিসার অমিতাভ পা-ে এবং স্বরাষ্ট্র সচিব গোপাল পিল্লাই।

শেয়ার করুন