চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিক্রি হবে না গ্রিনল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ২:০২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনতে চান। তবে তার সেই আশায় পানি ঢেলে দিয়েছে গ্রিনল্যান্ড সরকার। স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘ব্যবসার-বাণিজ্যের জন্য আমাদের দুয়ার খোলা, বিক্রির জন্য নয়।’

প্রায় ২০ লাখ বর্গকিলোমিটারের গ্রিনল্যান্ড দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাষিত অঞ্চল। এখানকার অধিবাসীর সংখ্যা ৬০ হাজারও নয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে নৈশভোজে ও বৈঠকে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের সঙ্গে গ্রিনল্যান্ড দ্বীপ কেনার বিষয়ে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্রিনল্যান্ড খনিজ সম্পদ, বিশুদ্ধ পানি ও বরফ, মাছের মজুদ, সামুদ্রিক খাবার, নবায়নযোগ্য জ্বালানিশক্তিসহ নানান মূল্যবান সম্পদে ভরপুর। রোমাঞ্চকর পর্যটনকেন্দ্র হিসেবে গ্রিনল্যান্ড সুপরিচিত। ব্যবসা-বাণিজ্যের জন্য আমাদের দরজা খোলা, কিন্তু বিক্রির জন্য নয়।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ আগস্ট) ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ অঞ্চলের সরকার নিজেদের এই অবস্থানের কথা জানায়।
একই অবস্থান পরে পুনর্ব্যক্ত করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী কিম কিলসেন। তিনি বলেছেন, `যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতার জন্য গ্রিনল্যান্ড উন্মুক্ত, বিক্রির জন্য নয়।’

মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনমার্কের রাজনীতিকরাও। ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক টুইট বার্তায় বলেন, ‘এটা নিশ্চয়ই এপ্রিল ফুল দিবসের কোনো কৌতুক …তবে কি না, এপ্রিল মাস তো পেরিয়ে গেছে সেই কবে!’

আগামী মাসে ডেনমার্ক সফরের কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু সে সময়ে এ ধরনের কোনো বিষয়ে আলোচ্যসূচিতে রয়েছে কিনা, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ট্রাম্পের এমন ইচ্ছার প্রকাশ নিয়ে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের রাজনীতিক বলয়ে রীতিমতো হাস্যরস চলছে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন