চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চলতি বছর বন্দুক হামলায় ৬৩৭ প্রাণহানি যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২ | ১২:২৯ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় এ বছরের নভেম্বর পর্যন্ত ৬৩৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যার কারণে ২০২২ সাল দেশটিতে বন্দুক হামলার ঘটনার দ্বিতীয় সর্বোচ্চ বছর হতে পারে বলে জানিয়েছে গবেষণা সংস্থা গান ভায়োলেন্স।

অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুসারে, এ বছরের ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬০৭টি বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিন হাজার ১৭৯ জন। এর মধ্যে ৬৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি।

 

তবে গত বছর একই সময়ে এ সংখ্যা কিছুটা বেশি ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬৯০টি বন্দুক হামলার ঘটনায় ৩ হাজার ২৬৭ জন গুলিবিদ্ধ হন। এতে নিহত হন ৬৪৫ জন। আর ২০২০ সালে ৬১০টি হামলায় ২ হাজার ৮৭৩ জন গুলিবিদ্ধ হন, মৃত্যু হয় ৪৬৩ জনের। চলতি বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকায়, ২০২২ সাল বন্দুক সহিংসতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ বছরের তালিকায় নাম লেখাতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, বছরের এখন পর্যন্ত মোট দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অনেক বেশি। ২০১৯ সাল থেকেই এই প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে মাত্র এক সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বন্দুক সহিংসতায় ২৪ জন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। এছাড়া এ বছরের ১-২২ নভেম্বর পর্যন্ত দেশটিতে অন্তত ৩২টি বন্দুক হামলা হয়েছে। যাতে গুলিবিদ্ধ হয়েছেন ১৭৭ জনের মধ্যে নিহত হয়েছেন ৪৩ জন। গত বছরের একই সময়ে ৩৬টি হামলায় ১৬০ জন গুলিবিদ্ধ ও ৩৪ জন নিহত হন।

 

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এমনকি ইসরাইলও।

অস্ট্রেলিয়া থেকে যারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী তাদের স্থানীয় নির্দেশনা ও নিয়মকানুন মেনে চলার তাগিদ দিয়েছে দেশটির সরকার। নিজ দেশের নাগরিকদের রাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কানাডা সরকার। একই নির্দেশনা দিয়ে নির্জন এলাকায় একা চলাচল না করার পরামর্শ দিয়েছে ব্রিটেন সরকার।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন