চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

তাইওয়ানকে যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮ আগস্ট, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

 

ইন্টারন্যাশনাল ডেস্ক : তাইওয়ানের কাছে শক্তিশালী যুদ্ধবিমান ‘এফ-১৬’ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন অনানুষ্ঠানিকভাবে নিজেদের অস্ত্রের একটি বড় চালান তাইওয়ানকে দিতে সবুজ সংকেত দিয়েছে।
গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য দেন।

সংবাদমাধ্যম বলছে, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের উত্তেজনা বেড়ে যাওয়া এবং হংকংয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে চীনা কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে নিজেরা সমালোচনার মুখে পড়ে সম্ভাব্য এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
তাইওয়ানকে নতুন এই অস্ত্রসম্ভার দেওয়া; অঞ্চলটিতে বেশ কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিক্রি। একইসঙ্গে তাইওয়ান দ্বীপটি বেইজিং শাসিত হওয়ায় এই অস্ত্র দেওয়ার কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এছাড়া বেইজিং স্ব-শাসিত দ্বীপটিকে চীনের অংশ হিসেবেই দেখে। চীনের প্রদেশ হিসেবে তাইওয়ান প্রশাসিত।
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসকে সম্ভাব্য এ বিক্রয় সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

শেয়ার করুন