চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, বিহারে নারী-শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২২ | ২:৩৬ অপরাহ্ণ

ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় চলন্ত ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরও অনেকে আহত হন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে বিহারের দেশরি এলাকায় ‘ভূমিয়া বাবা’র পুজো দিতে জড়ো হন স্থানীয়রা। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ওই পুণ্যার্থীদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে শিশু-নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা বেশ গুরুতর। আশঙ্কা করা হচ্ছে- মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক ট্রাকচালককে ধরতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি দু’লাখ টাকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দেন।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট